বড় বড় ভবনের খোলামেলা ছাদের ওপর রেস্টুরেন্ট জনপ্রিয় হয়ে উঠছে এবং বাড়ছে এর সংখ্যা। আকাশছোঁয়া ভবনের এই রেস্টুরেন্টগুলোকে আকাশের কাছাকাছি বলেই মনে হয়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাতটি রুফটপ রেস্টুরেন্টের তথ্য দেওয়া হলো। ১. ৩৬০ ইস্তাম্বুল রেস্টুরেন্ট অ্যান্ড বার তুরস্কের ইস্তাম্বুলের এই রেস্টুরেন্টটি শুধু সেরাদের মধ্যে অন্যতমই নয়, সবচেয়ে সুন্দরও বটে। বহু পুরষ্কারপ্রাপ্ত এই রেস্টুরেন্টের মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঁচের দেওয়াল। টার্কিশ মেজেসের সঙ্গে ককটেলে চুমুক দিতে দিতে পুরো ইস্তাম্বুল দেখা যাবে এখান থেকে।
২. আয়ের লাউঞ্জ, মুম্বাই ভারতের ধনী এবং তারকাদের দেখা প্রিয় একটি রেস্টুরেন্ট এটি। ৩৪ তলার ওপর অবস্থিত রেস্টুরেন্টটি অভিজাত এবং এখানে বসলে যাবতীয় অশান্তি সব উবে যাবে।
৪. কু দি তা, সিঙ্গাপুর উচ্চতাভীতি থাকলে এখানে না যাওয়াই ভালো। মাটি থেকে ৬৫০ ফুট ওপরে ওঠাটা ভীতিকরই বটে। কিন্তু এখানকার দারুণ খাবারের লোভে ভোজনরসিকরা না গিয়ে পারেন না। গতানুগতিক ঐতিহ্যের সঙ্গে এখানে রয়েছে আন্তর্জাতিক মানের ডাইনিংয়ের ব্যবস্থা।
\
৭. এসটিকে রুফটপ, নিউ ইয়র্কনিউ ইয়র্কের প্রতিবেশী ডিস্ট্রিক্ট মিটপ্যাকিং এর এমন রুফটপ রেস্টুরেন্ট দেখে অনেকেই অবাক হন। আরো অবাকের বিষয় হলো, এটি মাত্র পাঁচতলার ওপরে অবস্থিত। কিন্তু এখানে প্রবেশ করলে মনে হবে, সেরা রুফটপ রেস্টুরেন্টের তালিকায় এটিকে স্থান দেওয়া যায়। দারুণ আরাম-আয়েশে এখানে বসলে মিটপ্যাকিংয়ের অনেক স্থান দেখা যাবে, খাবারও উপভোগ্য।
No comments:
Post a Comment