Wednesday, March 2, 2016

কেনো আমি পাকিস্থানকে সাপোট করবো না


এই প্রশ্নের উত্তরে আপনি জানেন আমি কি বলবো। আমি নিম্নের কথাগুলাই শোনাবো...




“Rape in Bangladesh had hardly been restricted to beauty. Girls of eight and grandmothers of seventy five had been sexually assaulted … … Some women may have been raped as many as eighty times in a night.” - সুসান ব্রাউন মিলার




“যুদ্ধশেষে ক্যাম্পের একটি কক্ষ থেকে কয়েকটি কাঁচের জার উদ্ধার করা হয়; যার মধ্যে ফরমালিনে সংরক্ষিত ছিলো মেয়েদের শরীরের বিভিন্ন অংশ। অংশগুলি কাটা হয়েছিলো খুব নিখুঁতভাবে”। -খুলনার ডা. বিকাশ চক্রবর্তী।


“আগুনে পোড়া গ্রামকে পেছনে ফেলে দুই কিশোরী মেয়ে নিয়ে হামাগুড়ি দিয়ে পালাচ্ছিলেন চন্দ্র মণ্ডল। কাদামাটির ভেতর দিয়ে। একটু পর সৈন্যদের হাতে ধরা পড়লেন। অসহায় চোখে তাকে দেখতে হলো তাঁর মেয়েদের ধর্ষনের দৃশ্য। বারবার, বারবার, বারবার”। - নিউজউইক, ২ আগস্ট, ১৯৭১।


আপনি জানেন আমি রাবেয়ার কথা বলবো...

আমি ফেরদৌসী প্রিয়ভাষিণীর কথা বলবো...

আমি সিলেটের এসনু বেগমের কথা বলবো...

আমি আজাদের কথা বলবো,

আমি রুমির কথা বলবো ...

আমি পাকিস্তানিদের ইচ্ছার কথাটাও জানাবো

“We must tame the Bengali tigress and change the next generation, Change to better Muslims and Pakistanis.”



আরো অনেক কিছু...

আপনি বিরক্ত হয়ে বলবেন, ভাই খেলাটার সাথে রাজনীতি মেশান কেন?

আমি তখন আপনাকে জিজ্ঞেস করব, 'তবে কি ভাই একাত্তর আপনার কাছে শুধুই রাজনীতি?

প্রজন্ম পরিবর্তনের উদ্দেশ্যে ছয় লক্ষ মা বোনকে ধর্ষন করা শুধুই রাজনীতি?

ত্রিশ লক্ষ শহীদের রক্ত শুধুই রাজনীতি?"


আপনি আরো বিরক্ত হয়ে বলবেন, 'আচ্ছা ঐটা তো ঐ প্রজন্ম করেছিল, এরা তো করে নাই? তাদের দোষ কোথায়?'

এবার আপনাকে বলি, আপনি পাকিস্তানি পাঠ্যপুস্তকের একটু খবর নেন দয়া করে, দেখবেন ওদের প্রজন্ম আপনার সম্পর্কে কি ভাবে? এবং কি জানে?


গত বছরের ডিসেম্বরেই পাকিস্তানের এই সরকার অস্বীকার করেছে ৭১ এর গণহত্যাটাকে! তারা এখনো তাদের মধ্যে পূর্বপুরুষের কৃতকর্মের জন্যে অপরাধবোধ কাজ করে না।


তাহলে কেন আমি তাদের এই প্রজন্মকে সাপোর্ট দিব? বলেন?

এবার আপনি সাকিব, মুস্তাফিজ, সাব্বিরদের কথা বলবেন, তারা তো পাকিস্তানিদের সাপোর্ট করে, তবে কি তারা দেশপ্রেমিক নয়?

দেখেন, সাকিবদের দেশপ্রেম নিয়ে কখনোই প্রশ্ন তোলা যাবে না। নিজের জায়গা থেকে ওরা দেশের জন্যে নিজেদের সবটুকু নিংড়ে দিচ্ছে। কিন্তু একাত্তর তো জানার বিষয়, আমাদের শিক্ষাব্যাবস্থায় যেখানে একাত্তরকে তুলে ধরতে পারি নাই সঠিক ভাবে এখনো, সেখানে তাদেরকে আমি দোষ দেব না।


দেখুন, আমি বড় হয়েছি যে পরিবেশে সেখানে বলা হয়েছে ৭১ এ খুব একটা কিছুই হয় নাই। আমি নিশ্চিত আমাদের বেশীরভাগই এমন পরিবেশে বড় হয়েছে। মাত্র হাতেগোনা কয়টা বই পড়েছি, এতেই আমি দেখতে পাই, আমার চারপাশটা শহীদের রক্তে রঞ্জিত...



সাকিব সাব্বিররা যা করেছে সেটা তাদের দোষ না, সে দায়ভার আমাদের সকলের ...




আমি জানি এখনো আপনার মুখ বন্ধ হবে না, তবে দয়া করে মনে রাখবেন,

আপনি যখন পাকিস্তানি ক্রিকেট টিমের ফেসবুক পেইজে লাইক দিচ্ছেন সেখানে পাকিস্তানি পতাকা সংবলিত লগো আছে,

আপনি যে প্লেয়ারদের সাপোর্ট দিচ্ছেন তারাও পাকিস্তানি পতাকা বুকে ধরে আছে,

আপনার সে প্লেয়াররাও আপনার শহীদদের স্বীকার করে না ...




এখানেই অন্য যেকোন দেশকে সাপোর্ট দেয়া আর পাকিস্তানকে সাপোর্ট দেয়ার তফাৎ!




তারপরো, সাপোর্ট যদি করতে চান করেন...

খালি ত্যানা প্যাচাবেন না ...




আমি পাকিস্তানকে সাপোর্ট করার মানসিকতাকে অস্বীকার করি

যেমন অস্বীকার করি 'পশুর সাথে সহবাস'!

No comments:

Post a Comment